ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোহিঙ্গাদের জন্য মরক্কোর ১৪ টন ত্রাণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
রোহিঙ্গাদের জন্য মরক্কোর ১৪ টন ত্রাণ ত্রাণসামগ্রী হস্তান্তর। ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: রোহিঙ্গাদের জন্য ১৪ টন ত্রাণসামগ্রী পাঠিয়েছে মরক্কো। মরক্কো সরকারের পক্ষ থেকে পাঠানো এসব ত্রাণ নিয়ে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৯টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে মরক্কো এয়ারের একটি ফ্লাইট।

বাংলাদেশ সরকারের পক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান এসব ত্রাণসামগ্রী গ্রহণ করেন। এসময় মরক্কোর রাষ্ট্রদূত মো. মজিদ হালিম, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মরক্কোর রাষ্টদূতের সঙ্গে সাক্ষাৎ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী

অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, ১৪ টন ত্রাণসামগ্রীর মধ্যে ৭০ পিস তাঁবু, ১ হাজার পিস কম্বল, ৫০০ পিস ওষুধ, গুঁড়ো দুধ ২ টন, মেট্রেস ১ টন এবং ৪ টন চাল রয়েছে।

পরে মরক্কোর রাষ্টদূতের সঙ্গে সাক্ষাৎ করেন চট্টগ্রাম জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরী।

এর আগে গত ৯ সেপ্টেম্বর মালয়েশিয়া রোহিঙ্গাদের জন্য ১২ টন ত্রাণ পাঠিয়েছিল।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭

এমইউ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।