ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গুলিবিদ্ধ নারীসহ আরও ৩ রোহিঙ্গা চমেকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭
গুলিবিদ্ধ নারীসহ আরও ৩ রোহিঙ্গা চমেকে

চট্টগ্রাম: মিয়ানমারে সহিংস ঘটনায় গুলিবিদ্ধ হয়ে নারীসহ আরও ৩ রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার রাতে স্বজনদের মাধ্যমে তারা চমেক হাসপাতালে ভর্তি হন।

তারা হলেন-মিয়ানমারের আকিয়াব জেলার মংডু এলাকার আনু মিয়ার ছেলে আবুল কাসেম (৮০), মোহাম্মদ ইউনুসের স্ত্রী তাসলিমা (৩০) ও আবদুল মালেকের ছেলে মো. আবদুল্লাহ (২২)।

বিষয়টি নিশ্চিত করে চমেক হাসপাতালের নায়েক আমির হোসেন বাংলানিউজকে জানান, শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ নারী ও বৃদ্ধসহ ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের ২৫, ২৬ নম্বর ওয়ার্ডে তাদের চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৭

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।