ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন বৃদ্ধা

চট্টগ্রাম: ত্রাণ নিতে যাওয়ার সময় গাড়ি চাপায় অজ্ঞাত পরিচয়ের এক রোহিঙ্গা বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের বালুখালি পয়েন্টে এ রোহিঙ্গা বৃদ্ধা মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন।

বালুখালি ক্যাম্পের মাঝি হোসেন সিদ্দিকী লালু জানান, ট্রাকে করে রাস্তায় ত্রাণ বিতরণ করা হলে রোহিঙ্গা শিশু-বৃদ্ধারা দৌড়ে যায়। এ সময় ত্রাণবাহী চলন্ত ট্রাকের পেছনে পেছনে দৌড়ে যান এক বৃদ্ধাও।

ত্রাণ পাওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়েন। এ সময় পেছন দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা বৃদ্ধাকে চাপা দিয়ে পালিয়ে যায়।
অন্য রোহিঙ্গারা তাকে উদ্ধার করে রাস্তার পাশে নিয়ে আসেন।

পরে বৃদ্ধার মরদেহ রোহিঙ্গারা দাফন করেছেন বলে জানান হোসেন সিদ্দিকী লালু।

বাংলাদেশ সময়: ২৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।