ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গাঁজা বিক্রির দায়ে দুই নারীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
গাঁজা বিক্রির দায়ে দুই নারীর কারাদণ্ড

চট্টগ্রাম: গাঁজা বিক্রির দায়ে দুই নারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৩ সেপ্টেম্বর) বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা এলাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাদের আটক করে এ কারাদণ্ড দেওয়া হয়।

আদালত পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন। দণ্ডপ্রাপ্তরা হলেন- বোয়ালখালীর পশ্চিম শাকপুরা এলাকায় সুলতান আহমদের স্ত্রী মমতাজ বেগম (৫৯) ও একই এলাকার আবুল কালামের স্ত্রী সখিনা (৪০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (খ) সার্কেলের দারোগা জাকির হোসেন জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বোয়ালখালী থানা পুলিশ অভিযান চালিয়ে দুই নারী গাঁজা বিক্রেতাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ইউএনও তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।