ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে আসার পথে ২৭ রোহিঙ্গা আটক, পরে উখিয়ায় ফেরত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭
চট্টগ্রামে আসার পথে ২৭ রোহিঙ্গা আটক, পরে উখিয়ায় ফেরত

চট্টগ্রাম: মিয়ানমার সেনার অত্যাচার, নির্যাতন ও খুনের হাত থেকে রক্ষা পেতে বাংলাদেশে পালিয়ে এসে চট্টগ্রামে আসার পথে চকরিয়া এলাকা থেকে ২৭জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে আটক করেছে। পরে তাদের উখিয়ার কুতুপালং শরনার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

১৩ সেপ্টেম্বর (বুধবার) ডুলাহাজারা সড়ক থেকে তাদের আটক করে  মালুমঘাট হাইওয়ে পুলিশ।

অভিযানের সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশের আইসি (ইনর্চাজ) মো.রুহুল আমিন বলেন, মিয়ানমার থেকে পালিয়ে আসা ২৭জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু মহাসড়ক দিয়ে চট্টগ্রামে আসার সময় আটক করা হয়।

পরে তাদের কুতুপালং শরনার্থী ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে।

এদিকে রাখাইনে সেনাবাহিনীর গুলি, বোমা, দা-কিরিচের কোপ ও সীমান্তে স্থল মাইনের আঘাতে আহত শিশু-নারীসহ ১৮জন আহত রোহিঙ্গা চকরিয়ার মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।