ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গুলিবিদ্ধ আরও চার রোহিঙ্গা চমেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
গুলিবিদ্ধ আরও চার রোহিঙ্গা চমেকে

চট্টগ্রাম: মিয়ানমার সেনাবাহিনীর গুলিতে আহত আরও চার রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টা ১০ মিনিটে তাদের চমেক জরুরি বিভাগে আনা হয়।

চট্টগ্রাম জেলা পুলিশের ‘মেডিকেল ওয়ান’ টিমের এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, আকিয়াবের মংডুর সোহাগপাড়ার শফিরনের ছেলে ইমাম ফরিদের (১৬) ডান হাঁটুতে, কুল্লং এলাকার আবদু জামানের ছেলে শওকত উল্লাহর (২৮) বাম হাঁটুতে, সোহাগপাড়ার নুরু হোসেনের ছেলে মো. তাহেরের (২১) বাম উরুতে এবং নবী হোসেনের ছেলে আবদুল করিমের (১৯) বাম পায়ের পাতায় গুলি লেগেছে।

তাদের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

এর আগে রাত ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত আকিয়াবের সাংগানা পীরখালি এলাকার আবদু শফির মেয়ে মরিয়মকে (১০) ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।

 

বাংলাদেশ সময়: ০৯৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।