ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ঢাকা-চট্টগ্রাম যাওয়ার পথে ৯৪ রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
ঢাকা-চট্টগ্রাম যাওয়ার পথে ৯৪ রোহিঙ্গা আটক

চট্টগ্রাম: কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় চট্টগ্রাম ও ঢাকাগামী বাসে তল্লাশি চালিয়ে ৯৪ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। এরা ঢাকা-চট্টগ্রামে আশ্রয় নেওয়ার জন্য কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।

সোমবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বাসে তল্লাশি চালিয়ে ২১ রোহিঙ্গাকে আটক করা হয়। পরে তাদের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়।

এর আগে রোববার রাত ৮টা থেকে ১২টা পর্যন্ত বিভিন্ন নৈশকোচে তল্লাশি চালিয়ে ৭৩ রোহিঙ্গাকে আটক করা হয়।

কক্সবাজারস্থ র‌্যাব-৭ ক্যাম্পের অধিনায়ক মেজর রুহুল আমিন আটকের সত্যতা নিশ্চিত করে জানান, আটক রোহিঙ্গারা বাংলাদেশে এসে কৌশলে ঢাকা ও চট্টগ্রামের দিকে চলে যাচ্ছিল।

কক্সবাজারের লিংক রোড এলাকায় বাসে তল্লাশি চালিয়ে রোহিঙ্গাদের আটক করা হয়। তাদের কুতুপালং শরণার্থী ক্যাম্পে পৌঁছে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad