ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘জন্ম নিবন্ধন সনদ’ নিয়েও বিয়ে হলো না!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
‘জন্ম নিবন্ধন সনদ’ নিয়েও বিয়ে হলো না! বাল্যবিয়ে বন্ধ করে দিলেন রাউজানের ইউএনও

চট্টগ্রাম: কনের বয়স প্রমাণের জন্য জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করা হয়েছিল। পরিবর্তন করা হয়েছিল নামও। আলো ঝলমলে সাজে সেজেছিল বিয়েবাড়ি। তারপরও শেষ রক্ষা হলো না। রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম হোসেন বাল্যবিয়েটি বন্ধ করে দিলেন।

সোমবার (১০ সেপ্টেম্বর) মধ্যরাতে রাউজান পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের শরীফ পাড়ায় এ ঘটনা ঘটে।

ইউএনও শামীম হোসেন বাংলানিউজকে জানান, প্রবাসী জানে আলম অপ্রাপ্তবয়স্ক মেয়ের নাম পরিবর্তন করে ভুয়া জন্ম নিবন্ধন সনদ সংগ্রহ করে বাল্যবিয়ের আয়োজন করেছিল।

মেয়েটির স্কুলে নাম ছিল শোভা আকতার। তার বয়স হয়েছিল ১৬ বছর আট মাস।
জন্ম নিবন্ধন সনদে নাম দেওয়া হয়েছিল সুরাইয়া সুলতানা।

তিনি বলেন, স্থানীয় লোকজনের অভিযোগের প্রেক্ষিতে রাউজান থানা পুলিশের সহায়তায় বাল্যবিয়ে বন্ধের উদ্যোগ নিই আমরা। রাত সোয়া নয়টা থেকে পৌনে ১২টা পর্যন্ত বর-কনের অভিভাবকদের কাউন্সেলিং করি। বাল্যবিয়ের কুফলগুলো তুলে ধরি। আইনের কথা বলি। এরপর বরযাত্রীদের আসতে নিষেধ করে দেওয়া হয়।

৩৮ শিশুর মৃত্যুর পর সাঁতার শেখাচ্ছেন ইউএনও

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।