ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোহিঙ্গাদের জন্য এলো মালয়েশিয়ার ত্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৭
রোহিঙ্গাদের জন্য এলো মালয়েশিয়ার ত্রাণ মালয়েশিয়ার পাঠানো ত্রাণ নিয়ে বিমানবন্দরে অবতরণ করেছে বিমান। ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: রোহিঙ্গা শরণার্থীদের জন্য মালয়েশিয়ার পাঠানো ১২ টন ত্রাণ নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে একটি বিমান।

শনিবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ছয়টায় এ৪০০এম নামের ওই ফ্লাইট বিমানবন্দরে পৌঁছে। বিমানটিতে মালয়েশিয়ার সাতজন ক্রু রয়েছেন।

তারা চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর কাছে ত্রাণসামগ্রীগুলো হস্তান্তর করবেন। ত্রাণসামগ্রীর মধ্যে খাদ্যদ্রব্য ছাড়াও রয়েছে পানি বিশুদ্ধকরণ ওষুধ, কাপড়চোপড়, শ্যাম্পু ইত্যাদি মিলিয়ে মোট ১৪ পদের পণ্য।

বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।