ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কনটেইনার টার্মিনালের ভিত্তি স্থাপন করলেন নৌমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
কনটেইনার টার্মিনালের ভিত্তি স্থাপন করলেন নৌমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দেশের প্রধান সমুদ্রবন্দরের সম্প্রসারণের অংশ হিসেবে পতেঙ্গা কনটেইনার টার্মিনালের (পিসিটি) ভিত্তি স্থাপন করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে ১ হাজার ৮০০ কোটি টাকায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।

শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টায় পতেঙ্গার বিমানবন্দর সড়কের পাশে আনুষ্ঠানিক ভিত্তি স্থাপন করেন মন্ত্রী।

এসময় নৌ পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমএ লতিফ, মেজর জেনারেল সিদ্দিকুর রহমান সরকার, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad