ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

মায়ানমারে আহত হয়ে তিন শিশু চমেকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০১৭
মায়ানমারে আহত হয়ে তিন শিশু চমেকে

চট্টগ্রাম: মিয়ানমারের মংডু থানায় পৃথক দুটি ঘটনায় আহত হওয়া তিন শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে এসেছে স্বজনরা। পরিবারের সদস্যরা জানিয়েছে এই তিন শিশু সেখানে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে।

আহত তিন শিশু হল, মংডু থানার নয়াপাড়ার জাহেদ হোসেনের পুত্র মো. ছাদেক (৪), মেরুল্লা শিগ্গী পাড়ার সৈয়দ হোসেনের মেয়ে জোবাইরা (১০) ও শামসুল আলমের মেয়ে নূর ছাদেকা (৫)।

এদের মধ্যে ছাদেককে বৃহস্পতিবার দিনগত রাত ১১টা ১০মিনিটের দিকে হাসপাতালে আনা হয়।

পরের দুইজনকে শুক্রবার ভোর ৫ টা ৫০মিনিটে হাসপাতালে নিয়ে আসে স্বজনরা। এদের মধ্যে ছাদেক ও নূর ছাদেকা ১১-বি নম্বর ওয়ার্ডে এবং জোবাইরা ২৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

আহত শিশুদের পরিবারের সদস্যদের বরাত দিয়ে জেলা পুলিশের মেডিকেল ১ এর সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে বলেন, ‘এই শিশুদের পরিবারের সদস্যরা জানিয়েছে সড়ক দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়েছে শিশুগুলো। তবে শিশুগুলোর আঘাত গুরুতর নয়। তারা শংকামুক্ত রয়েছে। ’

বাংলাদেশ সময়: ০৯৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।