ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

দুদকের মামলায় বন্দরের ৩ কর্মী আটক

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭
দুদকের মামলায় বন্দরের ৩ কর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ৭০ লাখ টাকা মূল্যের গ্লিসারিনের নিলামের সরকারি টাকা আত্মসাতের অভিযোগে চট্টগ্রাম বন্দরের তিন কর্মীকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে তাদের বন্দর থেকে আটক করা হয়েছে।

আটকরা হলেন, চট্টগ্রাম বন্দরের সহকারী পরিবহন পরিদর্শক মো. মনোয়ার হোসেন, উচ্চমান বহি. সহকারী নুরুল ইসলাম চৌধুরী ও পুলক কান্তি দাশ।

দুদকের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক আবু সাঈদ বাংলানিউজকে জানিয়েছেন, চট্টগ্রাম বন্দর থেকে ১৪টি কন্টেইনার ভর্তি ৪০৪ মেট্রিকটন ক্রোড গ্লিসারিনের নিলামের টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাতের অভিযোগে দায়ের হওয়া মামলায় তাদের আটক করা হয়েছে।

৭০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বুধবার নগরীর হালিশহর থানায় মামলাটি দায়ের করেছেন দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এইচ এম আক্তারুজ্জামান।

মামলায় বন্দর ও কাস্টমসের ৬ কর্মকর্তাসহ ১১ জনকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৭

আরডিজি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।