ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রাম সিটির ভাঙাচোরা সড়ক মেরামতে রুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০১৭
চট্টগ্রাম সিটির ভাঙাচোরা সড়ক মেরামতে রুল

ঢাকা: বন্দরনগরী চট্টগ্রাম মহানগরের ভাঙাচোরা সড়ক ও ফুটপাত মেরামতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বুধবার (২৩ আগস্ট) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে আবেদনের পক্ষে রিট আবেদনকারী আইনজীবী মো. এমদাদুল হক নিজেই শুনানি করেন।

পরে এমদাদুল হক  বলেন, অতি বৃষ্টির পর চট্টগ্রাম সিটির সব সড়কে খানাখন্দে ভরে গেছে, ভেঙে গেছে। ফুটপাতেরও একই অবস্থা।

সম্প্রতি সড়কের খাদে পড়ে একটি লরি সিএনজির ওপর পড়ে তিনজন মারা যায়। এরপরও সড়ক ঠিক করা হচ্ছে না।  

‘এ জন্য হাইকোর্টে রিট আবেদন করেছি। আদালত দুই সপ্তাহের রুল জারি করেছেন। ’

রিটে বিবাদীরা হচ্ছেন-স্থানীয় সরকার সচিব, যোগাযোগ সচিব, গণপূর্ত সচিব, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা প্রশাসক ও চট্টগ্রাম ওয়াসার চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ২৩,২০১৭
ইএস/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad