ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

প্রযুক্তির সাথে প্রোগ্রামিং শেখার গুরুত্ব বাড়ছে

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
প্রযুক্তির সাথে প্রোগ্রামিং শেখার গুরুত্ব বাড়ছে প্রযুক্তির সাথে প্রোগ্রামিং শেখার গুরুত্ব বাড়ছে

চট্টগ্রাম: ‘প্রযুক্তির উৎকর্ষের সাথে প্রোগ্রামিং শেখার গুরুত্ব বাড়ছে। প্রোগ্রামিংয়ের প্রয়োজনীয়তা অনুধাবণ, তাৎপর্যপূর্ণ ও বহুবিধ ব্যবহার নিশ্চিত করা জরুরি। এ কারণে দেশের শিক্ষার্থীদের জন্য তথ্য-প্রযুক্তি নিয়ে বেশি বেশি কর্মশালা ও সেমিনারের আয়োজন করা দরকার।’

মঙ্গলবার (২২ আগস্ট) বিকেলে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে প্রবর্তক মোড়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে প্রোগামিংয়ের প্রয়োজনীয়তা ও তার বহুবিধ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যে উক্ত বিভাগের শিক্ষার্থীদের জন্য তথ্য-প্রযুক্তি বিষয়ে অনুষ্ঠিত এক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।

অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারি (এসিএম) প্রবলেম সলভিং গ্রুপের উদ্যোগে কর্মশালায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. তৌফিক সাঈদের সভাপতিত্বে কর্মশালায় অতিথি ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সাহীদ মোহাম্মদ আসিফ ইকবাল, সহকারী অধ্যাপক সৈয়দ মোহম্মদ মিনহাজ হোসাইন, প্রভাষক আশিক কামাল ও ফয়সাল আহমেদ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. হানিফ সিদ্দিকীর সঞ্চালনায় কর্মশালায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।