ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

এরাদ ইয়াসিন শফী আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭
এরাদ ইয়াসিন শফী আর নেই এরাদ ইয়াসিন শফী

চট্টগ্রাম: শহীদ ডা. মোহাম্মদ শফী ও শহীদজায়া বেগম মুশতারী শফীর ছেলে এরাদ ইয়াসিন শফী (৫৭) আর নেই। মঙ্গলবার (২২ আগস্ট) ভোররাত সাড়ে চারটার দিকে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

তিনি স্ত্রী, মা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চট্টগ্রামের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

উদীচী, চট্টগ্রামের সভাপতি বেগম মুশতারী শফী বাংলানিউজকে জানান, সাত দিন ধরে এরাদ ইয়াসিন শফী ফুসফুস ও হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। নগরীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন।

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

বাদ আসর এনায়েতবাজার মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।