ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কক্সবাজারে ১৯ ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭
কক্সবাজারে ১৯ ইয়াবা ব্যবসায়ীর কারাদণ্ড

চট্টগ্রাম: ১৯ ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে ৫ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বেলা ১২টায় কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. ওসমান গণি এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন টেকনাফের উত্তর লম্বরী পাড়ার শামসুল আলম প্রকাশ কালা বাম্বু, জাহেদ হোসেন, ওসিউল্লাহ, আয়ুব আলী, আজিজুল হক, রফিকুল আলম, মকবুল আহমদ, খায়রুল আমিন, ফজল করিম, মো. ইলিয়াছ, মো. আবদুল্লাহ, জাহাঙ্গীর আলম, জিয়াউর রহমান, টেকনাফের লেঙ্গুর বিল আদর্শগ্রামের আনোয়ার হোসেন, মো. রুবেল, মো. রুবেল-২, টেকনাফের মৌলবীপাড়ার রাশেদুল হক, নুরুল আলম ও টেকনাফের চান্দনীপাড়ার ইমাম হোসেন প্রকাশ নবী হোসেন।

 দণ্ডিত আসামি শামসুল আলম প্রকাশ কালা বাম্বু টেকনাফ সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলম মেম্বারের ছোট ভাই।

রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মোক্তার আহমেদ বাংলানিউজকে জানান, ‘ইয়াবা পাচার মামলায় ১৯ আসামিকে দশ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

আসামিরা সবাই বর্তমানে কারাগারে রয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৮টায় সেন্টমার্টিনের উত্তর অংশে নৌ চ্যানেলে টেকনাফমুখী দুটি ট্রলারে অভিযান চালায় কোস্টগার্ড। এসময় ট্রলার দুটি তল্লাশি করে ৪০টি ইয়াবার পুটলি থেকে ৪ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। পাচারের সময় ট্রলারে থাকা ১৯ ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়।   

ওইবছর ১৯ এপ্রিল অভিযোগপত্র দাখিল করেন মামলার বাদি কোস্টগার্ডের পেটি অফিসার (কমিউনিকেশন) এম. এ তাহের। একই বছরের ২৮ সেপ্টেম্বর মামলার বিচারকাজ শুরু হয়। ৯ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, আগস্ট ২১, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।