ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

উখিয়া সীমান্ত থেকে ৫৪ টি বার্মিজ মূর্তি উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
উখিয়া সীমান্ত থেকে ৫৪ টি বার্মিজ মূর্তি উদ্ধার

কক্সবাজার: কক্সবাজার উখিয়া উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন পালংখালী এলাকা থেকে ৩২ লাখ টাকা মূল্যের ৫৪ টি মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার দিনগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের পালংখালী ইউনিয়নের রহমতেরবিল নামক স্থান থেকে মূর্তিগুলো উদ্ধার করা হয়।

৩৪ বিজিবি বালুখালী বিওপির সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে মালিকবিহীন পরিত্যাক্ত অবস্থায় সাড়ে ৩২লাখ টাকা মূল্যের ৫৪ টি পিতলের বার্মিজ মূর্তি, ২৯ টি বার্মিজ ধর্মীয় বই এবং বার্মিজ বিভিন্ন প্রকার মালামাল উদ্ধার করে।

কক্সবাজারস্থ ৩৪ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান জানান, মূর্তিসহ জব্দকৃত মালামাল গুলো বালুখালী শুল্ক কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে ।

বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad