ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বৌদ্ধমন্দিরে নাশকতার প্রস্তুতির সময় শিবির নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
বৌদ্ধমন্দিরে নাশকতার প্রস্তুতির সময় শিবির নেতা গ্রেফতার

কক্সবাজার: বৌদ্ধমন্দিরের নাশকতার প্রস্ততিকালে কক্সবাজার জেলা ছাত্রশিবিরের সাবেক সাহিত্য সম্পাদক ও টেকনাফ উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মঞ্জুরুল হাসানকে (২৭) পুলিশকে ধরিয়ে দিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এই ঘটনায় রোববার (২০ আগস্ট) মঞ্জুরুল হাসানসহ ৯ জনের বিরুদ্ধে দ্রুত আইনে মামলা হয়েছে।   

কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত বড়ুয়া বাংলানিউজকে বলেন, ‘শনিবার দিনগত গভীর রাতে কিছু মানুষ শহরের অগ্গ্যমেধা ক্যাং এর সামনে জড়ো হতে দেখে সন্দেহের সৃষ্টি হলে ছাত্রলীগের কিছু নেতা তাদের ধাওয়া দেয়।

এসময় তারা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আটক হওয়া ব্যক্তি মঞ্জুরুল হাসান।

জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহমদ বলেন, ‘গভীর রাতে বৌদ্ধমন্দিরের সামনে বেশ কিছু লোক সন্দেহজনকভাবে অবস্থান করার খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করে। অনেকে পালিয়ে গেলেও একজনকে ধরে পুলিশকে দেয়া সম্ভব হয়েছে। ’

আটক মঞ্জুরুল হাসানকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানান কক্সবাজার মডেল থানার ওসি (তদন্ত) কামরুল আজম।

বাংলাদেশ সময়: ২২১৩ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭

টিএইচ/টিসি

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।