ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অবকাঠামো খাতে অর্থায়নে বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
অবকাঠামো খাতে অর্থায়নে বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে অবকাঠামো খাতে অর্থায়নে বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে

চট্টগ্রাম: ‘দেশে সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ খাতে বিনিয়োগের জন্য যেভাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান এগিয়ে এসেছে, দেশের অন্যান্য উন্নয়নমূলক অবকাঠামো খাতে অর্থায়নের জন্যও একইভাবে বিনিয়োগকারীদের এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই দেশের সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য আনা সম্ভব।’

রোববার চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত ‘ফিন্যান্সিয়াল ইনফাস্ট্রাকচার ইস্যুস’ বিষয়ক সেমিনারে বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব ড. এম ফজলুল কবির খান এসব কথা বলেন।

তিনি বলেন, দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম ট্যাক্স জিডিপি রেট বাংলাদেশে।

জিডিপি গ্রোথ নিশ্চিত করতে শেয়ার বাজারকে চাঙা করা, সহজ ব্যাংক ঋণ ও বিত্তশালী বিনিয়োগকারীদের ভিন্ন ভিন্ন খাতে অর্থায়নে উৎসাহিত করতে হবে।

সভাপতির বক্তব্যে সিআইইউ উপাচার্য অধ্যাপক মাহফুজুল হক বলেন, সঠিক সময়ে সঠিক খাতে অর্থায়ন মধ্যম আয়ের দেশ হওয়ার পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে।

এজন্য আমাদের বিনিয়োগকারীদের বুঝতে হবে সময় ও পরিবেশের ডিমান্ড কি। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে এ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে সিআইইউ শিক্ষার্থীদের এসব বিষয়ে এখন থেকেই সচেতন করে গড়ে তোলার প্রয়াস চালাচ্ছে।

সিআইইউ উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে সিআইইউ ব্যবসায় অনুষদের উপদেষ্টা ড. মোহাম্মদ আইয়ুব ইসলাম, ডিন অধ্যাপক নুরুল আবসার নাহিদ, প্রকৌশল অনুষদের ডিন ড. মোহাম্মদ রেজাউল হক খান, ইংরেজি বিভাগের সমন্বয়ক অধ্যাপক মোস্তাইন বিল্লাহ, বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২০ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।