ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

অদম্য মেধাবী ঝর্ণার পাশে মানবাধিকার কমিশন উত্তর জেলা

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭
অদম্য মেধাবী ঝর্ণার পাশে মানবাধিকার কমিশন উত্তর জেলা অদম্য মেধাবী ঝর্ণার হাতে চেক তুলে দিচ্ছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন

চট্টগ্রাম: মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের জলদাশ পাড়ার দরিদ্র পরিবারের সন্তান অদম্য মেধাবী ঝর্ণা রানী দাশের পড়াশোনার জন্য আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন মিরসরাই উপজেলা ও চট্টগ্রাম উত্তর জেলা শাখা।

চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ও চিটাগাং খুলশি ক্লাব লিমিটেডের’র প্রতিষ্ঠাতা সভাপতি নিয়াজ মোর্শেদ এলিটের ব্যক্তিগত তহবিল থেকে শনিবার (১৯ আগস্ট) চিটাগাং খুলশি ক্লাবে আর্থিক সহায়তা তুলে দেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

এসময় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা মানবাধিকার কমিশনের সহসভাপতি রফিক উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক আবুল বশর, সহসভাপতি ও মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, যুগ্ম সম্পাদক ও কেন্দীয় ছাত্রলীগের সদস্য আরিফ মাঈন উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলার সদস্য ও মিরসরাই উপজেলার সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন চৌধুরী, সদস্য ও মিরসরাই উপজেলার যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, নুর উদ্দিন বাহার, সদস্য ও মিরসরাই উপজেলার সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন কমফোর্ট ও ঝর্ণা রানীর পিতা দিলীপ দাশ উপস্থিত ছিলেন।

ঝর্ণা রানী দাশ ২০১৭ সালের এইচএসসি পরীক্ষায় আবু তোরাব প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ থেকে জিপিএ-৫ অর্জন করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad