ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বাসের ধাক্কায় নারী ও শিশুসহ নিহত ৫

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
চট্টগ্রামে বাসের ধাক্কায় নারী ও শিশুসহ নিহত ৫ দুর্ঘটনায় নিহতরা

চট্টগ্রাম: নগরীর শাহ আমানত সেতুর দক্ষিণ প্রান্তে টোল প্লাজার সামনে মর্মান্তিক দুর্ঘটনায় নারী ও শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

শনিবার (১৯ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে দ্রুতগামী একটি বাস একটি সিএনজি অটোরিকশাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার ( বন্দর) আরেফিন জুয়েল বাংলানিউজকে বলেন, দুর্ঘটনায় নিহতদের মধ্যে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন রয়েছেন।

তারা ঘটনাস্থলেই নিহত হন। নিহত অপরজন অটোরিকশার চালক।
অটোরিকশা চালক হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন।

ঘটনাস্থলে থাকা কর্ণফুলী থানার উপপরিদর্শক (এসআই) জাবেদুল ইসলাম বাংলানিউজকে জানান, অটোরিকশাটি শাহ আমানত সেতুতে টোল দেয়ার জন্য টোল প্লাজায় দাঁড়িয়েছিল। সামনে ছিল একটি ট্রাক। এ সময় দ্রুতগামী একটি লোকাল বাস এসে অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নিহত হন মো. সোহেল (৩৫), তার স্ত্রী বৃষ্টি এবং তাদের দুই শিশু সন্তান সাবরিন (৫) ও সাবরুন (৩)।

নিহত অটোরিকশা চালকের নাম সুরুজ (৫৫)। দুর্ঘটনার পর বাস ফেলে চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানান এসআই জাবেদ।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, আগস্ট ২০, ২০১৭/আপডেট: ০১১১ ঘণ্টা
আরডিজি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।