ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিমানের হজ ফ্লাইট বিলম্বে ভোগান্তি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বিমানের হজ ফ্লাইট বিলম্বে ভোগান্তি

চট্টগ্রাম: পূর্ব ঘোষণা ছাড়াই দেরির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুর্ভোগে পড়েছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি হজ ফ্লাইটের প্রায় চার’শ যাত্রী।  ফ্লাইটটি শনিবার (১৯ আগস্ট) দুপুর ১টা ১০ মিনিটে চট্টগ্রাম ছাড়ার কথা ছিল।  প্রায় তিন ঘণ্টা বিলম্বে ফ্লাইটটি বিকেল ৪টায় উড্ডয়নের সময় ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ বিমানের চট্টগ্রামের জেলা ব্যবস্থাপক ইমরুল কায়েস বাংলানিউজকে জানিয়েছেন, বিজি-১০৭৯ ফ্লাইটটি যথাসময়ে চট্টগ্রামে পৌঁছতে না পারায় দেরি হচ্ছে।   ফ্লাইটটিতে ৪১৪ জন হজ যাত্রীর বুকিং আছে।

হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) চট্টগ্রামের সভাপতি মো.শাহআলম বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম থেকে এই পর্যন্ত ১৫টি হজ ফ্লাইট যথাসময়ে গেছে।   একটিও বাতিল হয়নি।

  একটি ফ্লাইট সামান্য যে দেরি হচ্ছে এটা স্বাভাবিক প্রক্রিয়া।  

এদিকে হজ ফ্লাইটটির যাত্রীরা সকাল ৮টার মধ্যে বিমাবন্দরে প্রবেশ করেন বলে সূত্র জানিয়েছে।  

আনুষ্ঠানিকতা সম্পন্নের পর দেরির কারণে বিমানবন্দরে অপেক্ষমাণ থেকে তাদের দুর্ভোগে পড়তে হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।