ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়রের

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭
বিজয়ের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মেয়রের শোক দিবসের আলোচনা সভায় মেয়র

চট্টগ্রাম: আগামী নির্বাচনে চট্টগ্রামের প্রতিটি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের বিজয়ের জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র আ জ ম নাছির উদ্দিন।

শুক্রবার (১৯ আগস্ট) রাতে নগরীর চেরাগি পাহাড়ে জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় মেয়র এই আহ্বান জানিয়েছেন।

মেয়র বলেন, সামনের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

  এই মুহুর্তে বিভেদ থাকলে দলের এবং দেশের সর্বনাশ হবে।   সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
  অতীতের মতো চট্টগ্রামের সব আসনে বিজয় ছিনিয়ে আনতে হবে।   নেতাকর্মীদের সভা-সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের কথা প্রচার করতে হবে।  

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হৃদয়ের সর্বোচ্চ আসনে আসীন আছেন।   তাঁর কন্যা দেশকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।   আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

জামালখান ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আবুল হাশেম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোরশেদুল আলম।

বক্তব্য রাখেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল মনসুর, নগর আওয়ামীলীগের সদস্য হাজী বেলাল ও আবদুল লতিফ।

বক্তব্য রাখেন কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিথুন বড়ুয়া, জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।

আরও বক্তব্য রাখেন জামালখান ওয়ার্ড আওয়ামীলীগের মো. সাহাব উদ্দিন, চিত্ত সরকার, মো. জাহাঙ্গীর আলম, মো. সৈয়দুল আলম, বাবুল দেব, মৃদুল দাশ, আবদুল সবুর, মুন্সী মিয়া, ছোটন দাশ, মো. মনজু, আবদুল হক, মো. বখতেয়ার, মহিলা লীগের নেত্রী নবুয়াত আরা ছিদ্দিকী রকি।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।