ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘আমরা সম্পূর্ণ প্রিপেয়ার্ড আছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭
‘আমরা সম্পূর্ণ প্রিপেয়ার্ড আছি’ মহড়ার একটি মুহূর্ত। ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: আসন্ন অস্ট্রেলিয়া-বাংলাদেশ টেস্ট সিরিজে চট্টগ্রামে ক্রিকেটারদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে জানিয়ে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ-উল-হাসান বলেছেন, ‘আমরা সম্পূর্ণ প্রিপেয়ার্ড (প্রস্তুত) আছি।’

টেস্ট সিরিজকে সামনে রেখে নিরাপত্তা মহড়া চালিয়েছে পুলিশ। এতে অংশ নেয় র‌্যাব ও ফায়ার সার্ভিসের দুটি টিম।

মহড়ার ফাঁকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রস্তুতির কথা জানান নগর পুলিশের এই কর্মকর্তা।

তিনি বলেন, হঠাৎ কোনো ঘটনা ঘটলে আমরা কিন্তু একজন আরেকজনের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই।

এটা যেন না হয় সেজন্য আমরা রিহার্সেলের মাধ্যমে প্রস্তুতিটা নিয়ে রেখেছি। আমরা যেন মানসিকভাবে প্রস্তুত থাকি সেজন্যই মূলত এই মহড়া। ’

রেডিসন ব্লু হোটেল থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পর্যন্ত ক্রিকেটারদের কিভাবে আনা-নেওয়া হবে তা মহড়ায় দেখানো হয়। মহড়ায় দেখানো হয় কিভাবে কোনো হামলা হলে তার প্রতিরোধ করে ক্রিকেটারদের নিরাপদে সরিয়ে নেওয়া হবে তাও।

ম্যাচ ও অনুশীলন চলাকালীন ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়ে মাসুদ-উল-হাসান বলেন, ‘ছয় ভাগে আমরা ক্রিকেটারদের নিরাপত্তা দেব। মাঠের ভেতর, মাঠের বাইরে। সড়কে-হোটেলে-সবখানে নিরাপত্তায় মোড়ানো থাকবে। ’মহড়ায় দেখানো হচ্ছে প্রস্তুতি।  ছবি: সোহেল সরওয়ার/বাংলানিউজ

নিরাপত্তায় পুলিশ সদস্যদের পাশাপাশি পুলিশের বিশেষ বাহিনী সোয়াতের সদস্যরা, ভারত ও আমেরিকা থেকে প্রশিক্ষণপ্রাপ্ত কুইক রেসপন্স টিমের সদস্যরা, বোম নিষ্ক্রিয়করণ দলসহ নগর পুলিশের বিভিন্ন টিমের সদস্যরা থাকবেন। এছাড়া র‌্যাব-ফায়ার সার্ভিসের সদস্যরাও থাকবেন। ’ বলেন পুলিশের এই কর্মকর্তা।

ঢাকার মহড়ায় প্যারা কমান্ডোরা অংশ নিয়েছিলেন। চট্টগ্রামে খেলার সময় কি তাদের অংশগ্রহণও থাকবে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, ‘প্যারা কমান্ডো এখানেও প্রস্তুত থাকবেন। প্রয়োজন হলে তাদের বলা হবে। পাশাপাশি হেলিকপ্টার সুবিধাও প্রস্তুত রাখা হবে। ’

ঢাকা টেস্ট শেষে অস্ট্রেলিয়া দলের ১ সেপ্টেম্বর চট্টগ্রামে আসার কথা। কোরবানির ঈদ উপলক্ষে বিভিন্ন জায়গায় পশুর বাজার বসবে। এই অবস্থায় তাদের কিভাবে আনা-নেওয়া হবে সে বিষয়ে জানতে চাইলে মাসুদ-উল-হাসান বলেন, অস্ট্রেলিয়া দল ১ সেপ্টেম্বর চট্টগ্রাম আসবে। বিমানবন্দর থেকে সরাসরি তাদের হোটেলে নিয়ে আসা হবে। যে সড়ক দিয়ে তাদের আনা হবে সেখানে বাজার বসবে না। পরদিন (২ সেপ্টেম্বর) যদি ঈদ না হয় আর তারা যদি অনুশীলন করতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যায় সেক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাটা আমাদের ভালো করে নিতে হবে। কারণ এই এলাকায় (সাগরিকা বাজার) একটি গরুর বাজার বসে। তাই অনুশীলনটা এম এ আজিজ স্টেডিয়ামে করা যায় কিনা সে বিষয়ে আমরা তাদের সঙ্গে আলাপ করবো। ’মহড়ায় সোয়াত টিমের অবস্থান

সার্বিক বিষয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে আগামী ২৪ আগস্ট নগর পুলিশ কমিশনারের কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই সভায় সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

সব উদ্বেগ, উৎকণ্ঠা কাটিয়ে শুক্রবার (১৮ আগস্ট) রাতেই বাংলাদেশে পা রাখছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সফরসূচি অনুযায়ী এদিন রাত ১০টা ৪০ মিনিটে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বহনকারী বিমান হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

সফরে অস্ট্রেলিয়া শুধু দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।  ২৭ আগস্ট প্রথম টেস্ট শুরু হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ঢাকা টেস্ট শেষে ১ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া দলের চট্টগ্রামে আসার কথা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১৭

টিএইচ/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad