ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

পরোয়ানা জারির ২৩ বছর পর ইউপি সদস্য গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
পরোয়ানা জারির ২৩ বছর পর ইউপি সদস্য গ্রেফতার সাবেক ইউপি সদস্য নির্মল বিশ্বাস

চট্টগ্রাম: দুর্নীতির মামলায় ২৩ বছর আগে আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানায় সাবেক এক ইউপি সদস্যকে গ্রেফতার করেছে বোয়ালখালী থানা পুলিশ।  গ্রেফতার হওয়া নির্মল বিশ্বাস (৬৫) উপজেলার কড়লডেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। 

বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে নির্মলকে গ্রেফতার করা হয়েছে।  এরপর তাকে আদালতে ‍পাঠানো হয়েছে।

নির্মল কড়লডেঙ্গা ইউনিয়নের উত্তর ভূর্ষি গ্রামের বেয়াই মার্কেট এলাকার বিজয় কৃঞ্চ বিশ্বাসের ছেলে।

বোয়ালখালী থানার ওসি মো.সালাহউদ্দিন বাংলানিউজকে বলেন, উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগে নির্মল বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) এবং দণ্ডবিধির ৪০৯ ধারায় একটি মামলা বিচারাধীন আছে।

  ওই মামলায় ১৯৯৪ সালে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad