ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে দুটি ইনস্টিটিউট গঠনের উদ্যোগ

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭
সিআইইউতে দুটি ইনস্টিটিউট গঠনের উদ্যোগ সিআইইউর একাডেমিক কাউন্সিলের সভা

চট্টগ্রাম: চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) ‘ইনস্টিটিউট অব গভর্নেন্স, ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিস’ ও  ‘ইংরেজি ভাষা কেন্দ্র’ নামে দুটি ইনস্টিটিউট গঠনের সিদ্ধান্ত হয়েছে।

বুধবার সিআইইউর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ৭ম একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।

উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় সিআইইউর ট্রাস্টি বোর্ড সদস্য সৈয়দ মাহমুদুল হক, সাফিয়া গাজী রহমান, লুৎফি এম আইয়ুব, সিন্ডিকেট সদস্য অধ্যাপক মাহমুদুল হক, সিআইইউর প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজাউল হক খান, ব্যবসায় অনুষদের উপদেষ্টা ড. এম. আইয়ুব ইসলাম, আইন বিভাগের সমন্বয়ক অধ্যাপক মো. জাকির হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় বক্তারা বলেন, সময়ের সাথে শিক্ষার্থীদের বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে সিআইইউ বদ্ধপরিকর। এজন্য মানসম্পন্ন শিক্ষক ও উপযুক্ত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি সিআইইউ শিক্ষার্থীদের জন্য সব সুযোগ সুবিধা নিশ্চিত করছে।

নতুন দুটি ইনস্টিটিউট সিআইইউর শিক্ষার্থীদের জন্য সম্ভাবনার নতুন দ্বার উন্মোচন করবে বলে সভায় বক্তারা আশা প্রকাশ করেন। এতে ষষ্ঠ একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তসমূহ বাস্তবায়ন, শরৎকালীন সেমিস্টারের সূচি নির্ধারণ, শিক্ষার্থীদের ফলাফল, সিআইইউর শিক্ষকদের বিভিন্ন সেমিনার ও সম্মেলনে যোগদান পদ্ধতি ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৭

এমইউ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।