ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

আইআইইউসিতে প্রথমবারের মতো ছাত্রলীগের কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
আইআইইউসিতে প্রথমবারের মতো ছাত্রলীগের কর্মসূচি আইআইইউসি প্রথমবারের মতো ছাত্রলীগের কর্মসূচি

চট্টগ্রাম: আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি) ক্যাম্পাসে প্রথমবারের মতো শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ।

ছাত্রলীগ সূত্র জানায়, পূর্র্ নির্ধারিত ঘোষণা অনুযায়ী বুধবার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের কুমিরার স্থায়ী ক্যাম্পাসের মূল গেটে জড়ো হন। পরে সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাহেদের নেতৃত্বে তারা মিছিল নিয়ে ক্যাম্পাসের ভেতর প্রবেশ করেন।

এরপর তারা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে শোক দিবসের আলোচনা সভায় যোগ দেন।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আবু নাসের জুয়েল, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসাইন, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম,  প্রচার সম্পাদক মেহেদি হোসাইন রুবেল, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আহ্বায়ক সাখাওয়াত হোসাইন, জুবায়ের ডলার, রশিদুল আলম জিকু, আনাস, সালাউদ্দিন, দোলন, জনিসহ বিশ্ববিদ্যালয়, উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা শাখাওয়াত শাওন বাংলানিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ২২ বছরের মধ্যেই এটিই ছাত্রলীগের শোক দিবসের প্রথম কোনো কর্মসূচি। মিছিল, সমাবেশ শেষে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাত করি। ’

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭

টিএইচ/টিসি

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।