ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে জেলা প্রশাসন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে জেলা প্রশাসন সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে জেলা প্রশাসন

চট্টগ্রাম: সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে জেলা প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মো.জিল্লুর রহমান।

চট্টগ্রাম জেলা প্রশাসকের মুখপাত্র হিসেবে কাজ করবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুকুর রহমান সিকদার। বুধবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে অনুষ্ঠিত মত বিনিময় সভায় একথা জানান জিল্লুর রহমান।

চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি কলিম সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী দায়িত্ব পালনকালে সাংবাদিকরা যাতে কোন বাধা বিপত্তির শিকার না হন তা জেলা প্রশাসনসহ সংশ্লিষ্টদের নজর রাখার দাবি জানিয়েছেন।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার শংকর রঞ্জন সাহা, বিএফইউজে সহ সভাপতি শহীদুল আলম, সিইউজে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম সাংবাদিক কো অপারেটিভ হাউজিং সোসাইটির সাধারণ সম্পাদক হাসান ফেরদৌস প্রমুখ।

সভায় চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি ও টিভি জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আব্বাস, প্রেসক্লাবের নির্বাহী সদস্য সিনিয়র সাংবাদিক মোয়াজ্জেমুল হক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি নিরুপম দাশগুপ্ত, প্রেস ক্লাব সহ সভাপতি মঞ্জুর কাদের মঞ্জু, বিএফইউজে যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, পঙ্কজ দস্তিদার, ফারুক ইকবাল, সিইউজের যুগ্ম সাধারণ সম্পাদক স্বরূপ ভট্টাচার্য, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুর রহমান সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ জলিল, সিইউজের অর্থ সম্পাদক উজ্জল ধর, সিইউজের নির্বাহী সদস্য মাঈনুদ্দিন দুলাল,  চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক মহসীন কাজী, প্রেস ক্লাবের ক্রিড়া সম্পাদক নজরুল ইসলাম, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আলমগীর সবুজ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০২১ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad