ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ইয়াবাসহ ধরা পড়ার পর পরিচয় দিলেন সাংবাদিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
ইয়াবাসহ ধরা পড়ার পর পরিচয় দিলেন সাংবাদিক

চট্টগ্রাম: কক্সবাজারের ইনানী থেকে ২০ হাজার ইয়াবাসহ ৪ জনকে আটক গোয়েন্দা পুলিশ। এদের মধ্যে দুজন নিজেদের সাংবাদিক হিসেবে পরিচয় দিয়েছেন।

বুধবার (১৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার ইনানী মেরিন ড্রাইভ সড়ক থেকে প্রাইভেটকারে (ঢাকা মেট্রো গ ১২-৩৫৯৪) তল্লাশি চালানো হয়।

এসময় প্রাইভেটকার থেকে ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় গাড়ির চালকসহ ৪ জনকে আটক করা হয়।

আটককৃতরা হচ্ছেন নেত্রকোনার উত্তরখান থানার আমবাগান কুড়িগ্রামের আবুল হোসেনের পুত্র মোখলেসুর রহমান মাসুম (৪৮), তার শ্যালক আবদুল কুদ্দসের পুত্র জাহাঙ্গীর আলম (৩৫), টেকনাফের মাস্টার আবুল মঞ্জুরের পুত্র সাইফুল ইসলাম (২৮) ও চালক কুড়িগ্রামের গুরুসিমারি থানার পাথরঝুরি গ্রামের নুরুজাম্মান।

আটক মাসুম জানান, তিনি দৈনিক আলোকিত সকাল নামের একটি পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং অনলাইন টেলিভিশন এবি’র সাংবাদিক  আর সাইফুল  দৈনিক আলোকিত সকাল এর ও এবি টিভির টেকনাফ প্রতিনিধি বলে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।