ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

কালো ধোঁয়ার জন্য সালেহ ইন্ডাস্ট্রিজকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
কালো ধোঁয়ার জন্য সালেহ ইন্ডাস্ট্রিজকে জরিমানা

চট্টগ্রাম: কালো ধোঁয়া নিঃসরণ করে বায়ুদূষণের দায়ে নগরীর নাসিরাবাদ বায়েজিদ বোস্তামি এলাকার সালেহ ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে তিন লাখ ৭১ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৬ আগস্ট) শুনানি শেষে অধিদপ্তরের চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক এ জরিমানা করেন।

এর আগে গত ৯ আগস্ট কারখানাটিতে তার নেতৃত্বে এনফোর্সমেন্ট কার্যক্রম পরিচালিত হয়।

এ সময় কারখানাটিতে এয়ার পলিউশান কনট্রোল (এপিসি) কার্যক্রম সঠিকভাবে পরিচালনা না করায় প্রচুর পরিমাণে কালো ধোঁয়া নির্গত হতে দেখা যায়।

প্রতিষ্ঠানটিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে এপিসি কার্যক্রম রিমডেলিং না করলে পরদিন থেকে বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্ত‍া।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের মহানগর কার্যালয়ের পরিদর্শক ফখর উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।  

কালো ধোঁয়ার জন্য কারখানাকে জরিমানা  

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭

এআর/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।