ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
‘বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত করা হবে’ শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখছেন সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম

চট্টগ্রাম: বঙ্গবন্ধুর পরিবারের বিরুদ্ধে সকল ধরনের ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলে অভিমত ব্যক্ত করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম।

মঙ্গলবার (১৫ আগস্ট) মোহরা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগসহ সকল অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, ১৯৭৫ সালের খুনী ও মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি ঘরে বাইরে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তারা বারবার বঙ্গবন্ধু কন্যাকে হত্যার নীলনকশা করেছে। সৃষ্টিকর্তার অসীম করুণা ও মানুষের ভালবাসায় তাকে বাঁচিয়ে রেখেছে বলেই বাংলাদেশে উন্নয়ন ও অগ্রগতি অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে।
হায়েনারা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে মূলত বাংলাদেশের স্বাধীনতাকেই হত্যা করতে চেয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা বেঁচে থাকায় তাদের উদ্দেশ্য সফল হয়নি। তাদের সফল হতে দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাই আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

মোহরা ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি এস এম আনোয়ার মির্জার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় আওয়ামী লীগ নেতা রফিকুল আলম, নাজিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ফারুক, কাজী মাহবুব, হাসান মুরাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, সেকান্দর চৌধুরী, জসিম উদ্দিন, শহীদুল ইসলাম দুলাল, শেখ আহমদ, হানিফ খান, মো. সাকের, নাছির উদ্দিন, আজম খান, মো. আলমগীর, এরশাদ চৌধুরী বিটু, যুবলীগ  নেতা জসিম উদ্দিন, আবছার খান, তসলিম উদ্দিন, কপিল উদ্দিন, মো. পারভেজ, আরজু, খোকা, নাছের, বুলু, আকবর, নুর মোহাম্মদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইসহাক, মো. হোসেন, মো. ফারুক, চান মিয়া, রনি, ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন, দেলোয়ার, সাইফুল,  সাকিব, ইমরান, মোস্তফা, সাইফুল, রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭

এসবি/আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।