ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রামুতে বৌদ্ধবিহারে চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
রামুতে বৌদ্ধবিহারে চুরি রামুতে বৌদ্ধবিহারে চুরি

চট্টগ্রাম: কক্সবাজারের রামুতে বৌদ্ধবিহারে চুরির ঘটনা ঘটেছে। বিহারের অধ্যক্ষের মোবাইল ও নগদ ৪৭ হাজার টাকা চুরি হয়েছে বলে জানা গেছে।

রামুর উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বৌদ্ধবিহারের অধ্যক্ষ প্রজ্ঞামিত্র ভান্তে বাংলানিউজকে জানান, ‘বুধবার ভোরে ঘুম থেকে উঠে দেখি আমার মোবাইল খুঁজে পাচ্ছি না। পরে দেখি শয়ন কক্ষের পাশে রাখা ৪৭ হাজার টাকা উধাও হয়ে গেছে।

দরজার একপাশের একটি অংশ কাটা দেখে নিশ্চিত হই চোর ঢুকে এ কাজ করেছে। ’

এ ব্যাপারে জানতে রামু থানায় যোগাযোগ করলে কর্তব্যরত অফিসার এম.এ মজিদ জানান, বনবিহারের চুরির ঘটনার কথা এখনো জানি না।

কেউ আমাদের কাছে অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।