ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পেট্রোল, পুষ্পস্তবকে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পেট্রোল, পুষ্পস্তবকে আগুন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পেট্রোল ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা

চট্টগ্রাম: নগরীর পাঁচলাইশ থানার কাপাসগোলা মোড়ে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পেট্রোল ছিটিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এছাড়া প্রতিকৃতিতে দেওয়া শোক দিবসের পুষ্পস্তবক আগুনে পুড়িয়ে দিয়েছে তারা।

মঙ্গলবার (১৫ আগস্ট) রাতের মধ্যে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে বলে বাংলানিউজকে জানিয়েছেন পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক (এস আই) এনামুল হক।

ঘটনাস্থলে থাকা এনামুল বাংলানিউজকে বলেন, স্টিল স্ট্রাকচারে সাদা গ্লাস দিয়ে মোড়ানো আছে জাতির জনকের প্রতিকৃতি।

  এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও আছে।  কে বা কারা প্রতিকৃতিতে পেট্রোল ছিটিয়ে দিয়েছে।
  আর একটা পুষ্পস্তবক পোড়ানো অবস্থায় পেয়েছি।

‘আমরা ভিডিও ফুটেজ সংগ্রহ করছি।   কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটা শনাক্ত করার চেষ্টা করছি।   এরপর দুর্বৃত্তদের গ্রেফতার করা হবে। ’

চকবাজার এলাকায় যুবলীগ নেতা পরিচয়দানকারী নূর মোস্তফা টিনু নামে একজন বঙ্গবন্ধুর প্রতিকৃতিটি স্থাপন করেন।   কাপাসগোলা সিটি করপোরেশন স্কুলের সামনে সড়কের মোড়ে প্রতিকৃতিটি স্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।