ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রিকশাচালক খুনে আরও এক ছিনতাইকারী গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭
রিকশাচালক খুনে আরও এক ছিনতাইকারী গ্রেফতার

চট্টগ্রাম: নগরীর বাকলিয়ায় রিকশাচালক আব্দুল জলিল খুনের ঘটনায় সালাহউদ্দিন নামে আরও এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এই নিয়ে ছিনতাইয়ের সঙ্গে জড়িত চারজনই গ্রেফতার হয়েছে। 

নগর পুলিশের সহকারী কমিশনার মো.জাহাঙ্গীর আলম (এসি-কোতয়ালী জোন) বাংলানিউজকে বলেন, সালাহউদ্দিনকে আমরা পরশু (সোমবার) রাতে গ্রেফতার করেছি। তাকে নিয়ে মঙ্গলবার দিনভর অভিযানে ছিলাম।

ছিনতাই করা রিকশা মূলত তারা কোথায় বিক্রি করে সেই আস্তানার সন্ধান করেছিলাম।

এরপর মঙ্গলবার সন্ধ্যায় সালাহউদ্দিনকে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ এসেছে বলে জানিয়েছেন এসি জাহাঙ্গীর আলম।

 

গত ৩ আগস্ট রাতে বাকলিয়া থানার কালামিয়া বাজারে ডেপুটি রোডে আব্দুল জলিল নামে এক রিকশাচালককে নির্মমভাবে খুন করা হয়।

এই ঘটনায় গ্রেফতার হওয়া জাহিদুল হক সুমন নামে এক ছিনতাইকারী ১৪ আগস্ট আদালতে জবানবন্দি দিয়ে খুনের সঙ্গে জড়িত আরও তিনজনের নাম প্রকাশ করেছে। এরা হলেন, বেলাল, জাকির ও সালাহউদ্দিন।

বেলাল ও জাকির গত ৮ আগস্ট সাতকানিয়ায় আরেকটি ছিনতাই করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ে ‍কারাগারে আছেন। সালাহউদ্দিনকে নগর পুলিশ গ্রেফতার করেছে।

এসি জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানিয়েছেন, সালাহউদ্দিন, বেলাল এবং জাকিরকে এই মামলায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।  

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৭

আরডিজি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad