ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুকে স্মরণ করল প্রেসক্লাব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুকে স্মরণ করল প্রেসক্লাব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রাম: স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে সকালে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১১টায় প্রেসক্লাব প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদনের পরপরই আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন হযরত শাহ আনিস (রহ:) জামে মসজিদের খতিব আলহাজ হযরত মাওলানা হাফেজ মো. জামাল উদ্দিন।
বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিবেদিত স্বরচিত কবিতা পাঠ করেন চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সদস্য অমিত বড়ুয়া।

প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শুকলাল দাশের সঞ্চালনায় শোক দিবসের আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোষণ বঞ্চনামুক্ত সোনার বাংলা গড়ে তোলার যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়নে মুক্তিযুদ্ধেও সপক্ষের শক্তিকে সঠিক পথে থেকে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধুর খুনি যারা এখনো বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে তাদের ফিরিয়ে এনে রায় কার্যকরেরও জোর দাবি জানানো হয়।

প্রেসক্লাব সভাপতি কলিম সরওয়ার বলেন, পঁচাত্তরের পরে দীর্ঘকাল ধরে যে প্রজন্ম

গড়ে ওঠেছে তারা স্বাধীনতার সত্যটা জানে না। আমাদের এখন কাজ করার সময়। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর চেতনায় গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের

সঠিক ইতিহাস তাদেরকে জানাতে হবে। বঙ্গবন্ধুর চেতনায় যারা বিশ্বাসী হবে তারা কখনো আদর্শচ্যুত হবে না।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন না হলে আমরা আজ সম্মান নিয়ে

সাংবাদিকতা করতে পারতাম না। বঙ্গবন্ধু চেয়েছিলেন সারাদেশে পরিকল্পনা মোতাবেক উন্নয়ন যা আজও পূর্ণতা পায়নি বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।

এ সময় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ আলী আব্বাস, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক

ইউনিয়নের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সম্পাদক হাসান ফেরদৌস, চট্টগ্রাম টিভি

জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহনেওয়াজ রিটন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম নাসিরুল হক এবং সাবেক সাধারণ

সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল।

এ সময় প্রেসক্লাবের সহসভাপতি মনজুর কাদের মনজু, অর্থ সম্পাদক দেবদুলাল ভৌমিক, ক্রীড়া সম্পাদক নজরুল ইসলাম, গ্রন্থাগার সম্পাদক রাশেদ মাহমুদ,

সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক রোকসারুল ইসলাম, কার্যকরী সদস্য ম শামসুল ইসলাম, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্য,

ক্লাবের স্থায়ী সদস্য জিয়াউদ্দিন এম এনায়েত উল্লাহ, আসিফ সিরাজ, শামসুল হক, মো. আইয়ুব আলী, স ম ইব্রাহীম, মহসীন কাজী, মিহরাজ রায়হান, কুতুব

উদ্দিন চৌধুরী, আলমগীর সবুজ, মো. জহির, মো. নাছির উদ্দিন চৌধুরী, মাহবুব উর রহমান, মিহির কর, প্রদীপ নন্দী, মোহাম্মদ ফারুক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, অাগস্ট ১৫, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।