ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জেটিতে ভিড়েছে চ্যানেলের পাশে আটকে যাওয়া জাহাজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
জেটিতে ভিড়েছে চ্যানেলের পাশে আটকে যাওয়া জাহাজ

চট্টগ্রাম: বন্দরের মূল চ্যানেলের পাশে আটকে যাওয়া সিমেন্ট ক্লিংকারবাহী জাহাজটি জেটিতে ভিড়েছে। মঙ্গলবার সকালে জোয়ারের সময় জাহাজটিকে জেটিতে আনা হয়।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে বহির্নোঙ্গর থেকে জেটিতে ভিড়ানোর সময় বন্দর চ্যানেলের পাশে চরে আটকে যায় ‘এমভি ল্যান হা’ নামে জাহাজটি। প্রায় ছয়টি সাহায্যকারী জাহাজের সাহায্যেও এটি সরিয়ে নিতে পারেনি বন্দর কর্মকর্তারা।

পরে জাহাজটি মূল চ্যানেলের বাইরে কাছাকাছি সরিয়ে রাখা হয়।

এ ঘটনায় জাহাজ চলাচলের পথে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় পণ্যবাহী আরেকটি বিদেশি জাহাজ ‘এমভি সাংহাই বাল্কার’ জেটিতে আনতে না পারায় বহির্নোঙ্গরে পাঠিয়ে দেওয়া হয়।

চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকালে জোয়ারের সময় চ্যানেলের পাশে আটকে পড়া জাহাজটিকে জেটিতে আনা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০২৫ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।