ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

গরু খোঁয়াড়ে নেওয়া নিয়ে ঝামেলা, ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
গরু খোঁয়াড়ে নেওয়া নিয়ে ঝামেলা, ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধের

চট্টগ্রাম: সন্দ্বীপে গরু খোঁয়াড়ে নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ঘুষিতে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। তার নাম মো সাহাবুদ্দিন (৫০)।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুর পৌনে একটার দিকে ‍উপজেলার মগধরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জমিতে ধান খাওয়াকে কেন্দ্র করে গরু খোঁয়াড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলে সাহাবুদ্দিনের সঙ্গে প্রতিপক্ষের কথা কাটাকাটি হয়।

এর এক পর্যায়ে তাদের একজন তাকে ঘুষি মারেন। এতে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি।

তবে সাহাবুদ্দিনের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তাকে কে ঘুষি মারেন তাও নিশ্চিত হওয়া যায়নি।

বাংলাদেশ সময় : ১৯৫২ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।