ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

জাতীয় শোক দিবসে চট্টগ্রাম ওয়াসায় নানা কর্মসূচি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
জাতীয় শোক দিবসে চট্টগ্রাম ওয়াসায় নানা কর্মসূচি

চট্টগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চট্টগ্রাম ওয়াসায় নানা কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা।

মিলাদ ও দোয়া মাহফিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের বিদেহী আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করা হয়।

পরে চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের ছেলেমেয়েদের অংশগ্রহণে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরষ্কার প্রদাণ করা হয়।

এসব কর্মসূচিতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অর্থ, প্রকৌশল,প্রশাসন), সচিব, বানিজ্যিক ব্যবস্থাপক, প্রধান প্রকৌশলী এবং সর্বস্তরের কর্মকর্তা ও  কর্মচারীরা  উপস্থিত ছিলেন।

এছাড়া শোক দিবসের আলোচনায় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।