ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

চ্যানেলের পাশে আটকে গেছে পণ্যবাহী জাহাজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
চ্যানেলের পাশে আটকে গেছে পণ্যবাহী জাহাজ পণ্যবাহী জাহাজের পুরনো ছবি

চট্টগ্রাম:  বন্দরের মূল চ্যানেলের পাশে পণ্যবাহী একটি জাহাজ আটকে গেছে। সোমবার বিকেলে বহির্নোঙর থেকে জেটিতে ভিড়ানোর সময় এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর জাহাজ চলাচলের পথে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় পণ্যবাহী একটি জাহাজ বন্দর জেটিতে ভিড়তে পারেনি। প্রায় ছয়টি সাহায্যকারী জাহাজের সাহায্যেও এটি সরিয়ে নিতে পারেনি বন্দর কর্মকর্তারা।

তবে জাহাজটি মূল চ্যানেলের বাইরে কাছাকাছি সরিয়ে রাখা হয়েছে।

বন্দর পর্ষদের সদস্য মো. জাফর আলম  জানান, জাহাজটি পুরোপুরি সরাতে না পারলেও জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।

ভোররাতের জোয়ারে এটি আবার সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

বন্দর সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে ‘এমভি ল্যান হা’ নামের একটি জাহাজ বহির্নোঙর থেকে সিমেন্ট ক্লিংকার জেটির সামনে আনা হয়। জাহাজটি জেটিতে ভিড়ানোর সময় আটকে যায়।

ঘটনার সময় বহির্নোঙর থেকে ইস্পাতের পাতবাহী ‘এমভি সাংহাই বাল্কার’ জাহাজটি বন্দর জেটির দিকে আসছিল। এ সময় চ্যানেলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় জাহাজটি আবার বহির্নোঙরে ফেরত নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০০১৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৭
এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।