ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘প্রধানমন্ত্রী’ই চট্টগ্রামের অভিভাবক’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
‘প্রধানমন্ত্রী’ই চট্টগ্রামের অভিভাবক’  প্রধানমন্ত্রী’ই চট্টগ্রামের অভিভাবক

চট্টগ্রাম: চট্টগ্রাম অভিভাবক শূন্য নয়। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাই চট্টগ্রামের উন্নয়নের অভিভাবক বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম।

জলাবদ্ধতা নিরসনে সিডিএ’কে ৫৬১৬ কোটি টাকা একনেকে অনুমোদন দেওয়ায় রোববার (১৩ আগস্ট) নগরীর মোহরা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগসহ অঙ্গ সংগঠনের দেওয়া গণসংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন।

নগরীর মোহরার মৌলভীবাজার চত্বরে সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, প্রধানমন্ত্রী নিজেই চট্টগ্রামের সকল সমস্যার খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরাসরি নির্দেশনা দেন।

চট্টগ্রামের এগিয়ে যাওয়া মানে দেশের অগ্রগতি মনে করেন বলেই তিনি (প্রধানমন্ত্রী) চট্টগ্রামের উন্নয়নে বিশাল বিশাল অংকের প্রকল্প বরাদ্দ দিয়ে যাচ্ছেন। অতীতে যেমন সকল মহলের সাথে সমম্বয় করে বৃহৎ প্রকল্পগুলো সফলতার সাথে সম্পন্ন করা হয়েছে।
তেমনি আগামীতে সকলের সমম্বয় ও সহযোগিতা নিয়ে সুষ্ঠভাবে প্রকল্প বাস্তবায়ন করে প্রধানমন্ত্রীর সদিচ্ছার উপযুক্ত প্রতিফলন ঘটানো হবে।

প্রকল্প বাস্তবায়নের সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন ছালাম।

মোহরা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম আনোয়ার মির্জার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সংবর্ধনা সভায় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা রফিকুল আলম, নাজিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ফারুক, কাজী মাহবুব, হাসান মুরাদ চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, সেকান্দর চৌধুরী, জসিম উদ্দিন, শহীদুল ইসলাম দুলাল, শেখ আহমদ, হানিফ খান, মো. সাকের, নাছির উদ্দিন, আজম খান, মো. আলমগীর, এরশাদ চৌধুরী বিটু, যুবলীগ  নেতা জসিম উদ্দিন, আবছার খান, তসলিম উদ্দিন, কফিল উদ্দিন, মো. পারভেজ, আরজু, খোকা, নাছের, বুলু, আকবর, নুর মোহাম্মদ, স্বেচ্চাসেবক লীগ নেতা মো. ইসহাক, মো. হোসেন, মো. ফারুক, চান মিয়া, রনি, ছাত্রলীগ নেতা ইমাম উদ্দিন, দেলোয়ার, সাইফুল, ইমরান, সাকিব, সাইফুল, মোস্তফা, রুবেল প্রমুখ বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়:২১৪৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭

এসবি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad