ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘আমার চোখ ফিরিয়ে দিন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
‘আমার চোখ ফিরিয়ে দিন’ মানবাধিকার কমিশন চট্টগ্রাম অঞ্চলের নেতারা দেখতে যান মাশরাফুলকে

চট্টগ্রাম: ‘আমি দেখতে চাই। আপনারা আমার চোখ ফিরিয়ে দিন।’ মানবাধিকার কমিশন চট্টগ্রাম অঞ্চলের নেতাদের উদ্দেশে বেপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকের বেত্রাঘাতে বামচোখ হারাতে বসা মাশরাফুল আল কারী এসব কথা বলেন।

রোববার (১৩ আগস্ট) নগরীর ইপিজেড এলাকায় মাশরাফুলের নিজবাড়িতে মানবাধিকার কমিশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি আমিনুল হক বাবু, সহ-সভাপতি প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন, অর্থ সম্পাদক শেখ ওয়ালিদ হাসানসহ নেতৃবৃন্দ মাশরাফুলের খোঁজখবর নিতে গেলে হঠাৎ এ হৃদয়বিদারক কথাগুলো বলে ওঠে মাশরাফুল।
 
এ সময় মাশরাফুল বিছানায় শুয়ে ‘আমার চোখ ফিরিয়ে দিন’ বলে বলে কাতরাচ্ছিলেন।
 
মানবাধিকারকর্মীরা মাশরাফুলের চিকিৎসার খোঁজখবর নেন। যেই সময়ে মাশরাফুল স্কুলে দৌড়ে বেড়ানোর কথা, সেই সময়ে সে বিছানায় চরম অনিশ্চয়তায় কাতরাচ্ছে।
এরকম জঘন্য কর্মকাণ্ড আর কখনো যাতে না ঘটে সেজন্য সবাইকে সচেতন হবার আহ্বান জানান মানবাধিকার কমিশনের নেতারা।

পাশাপাশি আইন করে স্কুল-মাদ্রাসায় শারীরিক শাস্তি নিষিদ্ধকরণের দাবি জানান তারা ।

মাশরাফুলের বাবা কামরুল ইসলাম জানান, ঢাকা ইউনাইটেড হাসপাতালে প্রফেসর ডা. ফরিদুল হাসানের তত্ত্বাবধানে মাশরাফুলের প্রাথমিক চিকিৎসা নেওয়া হয়েছে। তার বাম চোখের কর্নিয়ায় দুই জায়গায় বড় রকমের সমস্যা পাওয়া গেছে এবং সেজন্য তার চোখে অপারেশন করা সম্ভব হয়নি। মাশরাফুলকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
 
ভিসা হয়ে গেলে খুব দ্রুত সময়ের মধ্যে মাশরাফুলকে ভারতের শংকর নেত্রালয়ে নিয়ে যাওয়া হবে বলেও জানান মাশরাফুলের বাবা। এ সময় দেশবাসীর কাছে মাশরাফুলের জন্য দোয়া কামনা করেন তিনি।
 
 
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এসবি/টিসি
 
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।