ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

তেলের ট্যাংকে ১২ হাজার ইয়াবা, যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
তেলের ট্যাংকে ১২ হাজার ইয়াবা, যুবক আটক ১২ হাজার ইয়াবাসহ আটক মো. রুবেল

চট্টগ্রাম: মোটরসাইকেলের তেলের ট্যাংকে অভিনব কায়দায় লুকানো ১২ হাজার ইয়াবাসহ মো. রুবেল (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৩ আগস্ট) বিকেল ৫টার দিকে বাঁশখালীর পুঁইছড়ির প্রেমবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

রুবেল কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ের নয়াবাজার এলাকার নুর মোহাম্মদের ছেলে।
 
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, পেকুয়া থেকে আসা ২টি মোটরসাইকেল প্রেমবাজার এলাকায় পুলিশের চেকপোস্টে থামাতে বলা হয়।
কিন্তু তারা না থামিয়ে পালানোর চেষ্টা করে। পরবর্তীতে কিছু দূর গিয়ে মোটরসাইকলে রেথে দৌড় শুরু করে।
পরে চেকপোস্টে দায়িত্বরত এসআই মো. আবু হানিফ ও এএসআই মো. ফারুক উদ্দিনের নেতৃত্বে ধাওয়া দিয়ে রুবেল নামে একজন আটক করতে পারলেও অন্যজন পালিয়ে যায়।
 
তিনি আরও জানান, পরে মোটরসাইকেল ২টিতে তল্লাশি চালানো হয়। অভিনব কায়দায় মোটরসাইকেলের তেলের ট্যাংকে লুকানো ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। একইভাবে অন্যগাড়িতেও ৬ হাজার ইয়াবা পাওয়া যায়। মোটরসাইকেল ২টি থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
   
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
এসবি/টিসি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।