ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বিশ্ব রাজনীতি’ শীর্ষক সেমিনার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বিশ্ব রাজনীতি’ শীর্ষক সেমিনার

চট্টগ্রাম: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে সোমবার (১৪ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় জিইসি মোড়ের বিএমএ অডিটোরিয়ামে ‘বঙ্গবন্ধু, বাংলাদেশ ও বিশ্ব রাজনীতি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি থাকবেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। আলোচক থাকবেন সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ এমরান, স্থপতি আশিক ইমরান, কক্সবাজার জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ড. মো. আশরাফুল ইসলাম সজীব।

সভাপতিত্ব করবেন সংগঠনের সমন্বয়ক (ভারপ্রাপ্ত) আবু হাসনাত চৌধুরী। সঞ্চালনায় থাকবেন যুগ্ম সমন্বয়ক অ্যাডভোকেট জিনাত সোহানা চৌধুরী।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।