ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

রোহিঙ্গারা যাতে কোনোভাবেই ভোটার লিস্টে না ঢুকে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
রোহিঙ্গারা যাতে কোনোভাবেই ভোটার লিস্টে না ঢুকে বিভাগীয় পর্যালোচনা সভায় অতিথিরা

চট্টগ্রাম: রোহিঙ্গারা যাতে কোনোভাবেই ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হতে পারে সে বিষয়ে সবাইকে নজর রাখার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদ বলেছেন, ‘তারা কোনভাবেই যাতে ভোটার তালিকায় না ঢুকে। পাশাপাশি পার্সপোর্টও যাতে কোনোভাবে তারা তৈরি করতে না পারে।’

কক্সবাজার জেলার রোহিঙ্গা শরণার্থীদের বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলাসহ চট্টগ্রাম জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির আলোকে বিভাগীয় পর্যালোচনা সভায় এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

রোববার (১৩ আগস্ট) বিকেলে সার্কিট হাউস মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

জননিরাপত্তা বিভাগের সচিব কামাল উদ্দিন আহমেদ আরও বলেন, ‘রোহিঙ্গারা নির্যাতিত হয়ে এখানে আসে। তাদের প্রতি আমাদের একটা সহানুভুতি থাকে।

কিন্তু তারা তো এভাবে এখানে স্থায়ীভাবে থাকতে পারে না। তাদের চলে যেতে হবে। কুটনৈতিক চ্যানেলের মাধ্যমে তাদের কিভাবে মায়ানমারে ফেরত পাঠানো যায় সেটা নিয়ে আমরা কাজ করছি। আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের কিভাবে সরানো যায় সে বিষয়ে আমরা মায়ানমার সরকারের সঙ্গে কথা বলছি। ’

তিনি বলেন. ‘আমাদের দেশে প্রতি বর্গমাইলে প্রায় এক হাজার লোক বাস করেন। তাদের সেখানে বর্গমাইলে ২০জন। তাদের কেন আমরা রাখবো? তাদের দেশে থাকার সবরকমের সুযোগ সুবিধা আছে। তারা কেনো আমাদের এখানে থেকে আমাদের সমস্যা বাড়াবে। তাদের কোনভাবেই গ্রহণ করা সম্ভব না। ’

সচিব বলেন, ‘যেসব রোহিঙ্গা আমাদের দেশে আছে তারা যাতে কোন মৌলবাদি গোষ্ঠীর সঙ্গে মিশে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে। নির্যাতিত হতে হতে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। ফলে তাদের দিয়ে ইয়াবাচালানসহ সব রকমের অনৈতিক কাজ করা যায়। তাই নজর রাখতে হবে তাদের দিকে। ’

বিভাগীয় কমিশনার রুহুল আমীনের সভাপতিত্বে সভায় সভাপতিত্ব সভায় পাঁচ জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলমসহ বিভিন্ন সরকারি কার্যালয়ের কর্মকর্তারা বক্তব্য দেন।

বাংলাদেশ সময়: ১৯৩৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।