ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

টেকনাফে ১ লাখ ইয়াবা উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
টেকনাফে ১ লাখ ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম: কক্সবাজার টেকনাফ উপজেলার নাইটং পাড়া বরফকল এলাকা থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। রোববার সকালে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

টেকনাফে বিজিবির ২ নম্বর ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক লে. কর্নেল শরীফুল ইসলাম জোমাদ্দার জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবরে বিজিবি’র সদস্যরা অভিযানে নামেন। এসময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারিরা পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে একটি পলিথিনের ব্যাগ উদ্ধার করা হয়। সেটিতে এক লাখ ইয়াবা পাওয়া যায়।

উদ্ধারকৃত ইয়াবা গুলো বিজিবি টেশনাফ ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে ধ্বংস করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩১ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।