ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

সাপের ছোবল ও বিদ্যুৎস্পষ্টে নিহত ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
সাপের ছোবল ও বিদ্যুৎস্পষ্টে নিহত ২

চট্টগ্রাম: রাউজান থানার গহিরায় সাপের ছোবলে আবদুর রহমান নামের এক বৃদ্ধ মারা গেছেন। এ ছাড়া নগরীর চান্দগাঁও থানাধীন বিসিক শিল্প এলাকার একটি সাবান কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে মো. রহিম (৪০) নিহত হয়েছেন।

রোববার (১৩ আগস্ট) সকালে ‍দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বাংলানিউজকে জানান, রাউজানের গহিরার মৃত আবদুল হকের ছেলে আবদুর রহমান বাড়িতে কাজ করার সময় বিষাক্ত সাপ ছোবল মারে।

এরপর গুরুতর অসুস্থ অবস্থায় তাকে চমেক হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, চান্দগাঁও বিসিক শিল্প এলাকার ওতোলো কেমিক্যাল লিমিটেডে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন বাঁশখালীর পূর্ব চাম্বল তেলীপাড়ার হাকিম আলীর ছেলে মো. রহিম।

তাকেও মৃত ঘোষণা করেন চিকিৎসক। ‍  

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।