[x]
[x]
ঢাকা, রবিবার, ৭ শ্রাবণ ১৪২৫, ২২ জুলাই ২০১৮

bangla news

অস্ত্র-গুলিসহ যুবলীগ নেতা জাহাঙ্গীর গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-১৩ ১২:২৪:৫৪ পিএম
যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম

যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম

চট্টগ্রাম: কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমকে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার চার ভাইকেও গ্রেফতার করা হয়।

অভিযানে দুটি দেশীয় তৈরি কাটা বন্দুক, একটি লম্বা বন্দুক, ১০ রাউন্ড গুলি, একটি ইয়াবার প্যাকেট ও নগদ ১৭ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়।

রোববার (১৩ আগস্ট) ভোর ৫টার দিকে পেকুয়ায় যুবলীগ নেতা জাহাঙ্গীরের বাড়িতে অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব-৭ এর কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাহাঙ্গীর আলমের বাড়িতে অভিযান চালানো হয়।  এসময় তার বসতঘর থেকে অস্ত্র, গুলি, ইয়াবার প্যাকেট ও নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযানে তার চার ভাই আলমগীর, মো. আজম, মো. কাইয়ুম ও ওসমান সরওয়ার বাপ্পীকেও গ্রেফতার করা হয়।

আলমগীর পেকুয়া উপজেলা যুবলীগের সদস্য, মো. আজম ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক, কাইয়ুম উপজেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ওসমান সরওয়ার বাপ্পী বর্তমান পেকুয়া উপজেলা ছাত্রলীগের এক নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭

আইএসএ/টিসি

ক্লিক করুন, আরো পড়ুন :   যুবলীগ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa