ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ডিসির অশোভন আচরণের প্রতিবাদে সমাবেশ সোমবার

চট্টগ্রাম প্রতিদিন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭
ডিসির অশোভন আচরণের প্রতিবাদে সমাবেশ সোমবার

চট্টগ্রাম: আইনশৃঙ্খলা কমিটির সভাসহ বিভিন্ন সময়ে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসক জিল্লুর রহমান চৌধুরীর অশোভন আচরণের তীব্র প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রামের কর্মরত সাংবাদিকরা। শনিবার রাতে কর্মরত সাংবাদিকদের সভায় এ প্রতিবাদ জানানো হয়।

সভায় সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের অশোভন আচরণের প্রতিবাদে সোমবার (১৪ আগস্ট) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

একুশে টেলিভিশনের বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌসের সভাপতিত্বে সভায় কর্মরত টেলিভিশন সাংবাদিকরা বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালনকালে জেলা প্রশাসকের অশোভন আচরণের তথ্য তুলে ধরেন।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি চৌধুরী ফরিদ, চ্যানেল টুয়েন্টিফোরের আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজ, জিটিভি’র ব্যুরো প্রধান অনিন্দ্য টিটো, দেশ টিভির ব্যুরো প্রধান আলমগীর সবুজ, যমুনা টেলিভিশনের ব্যুরো প্রধান জামশেদ রেহমান চৌধুরী, ইন্ডিপেন্ডেট টেলিভিশনের ব্যুরো প্রধান অনুপম শীল, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান মাসুদুল হক, টিভি সাংবাদিক শাহরিয়ার হাসান, চ্যানেল টুয়েন্টিফোরের জামশেদুল করিম ও রণি দত্ত,  চ্যানেল নাইনের ফয়সাল ইকবাল, সময় টিভি পার্থ প্রতিম দাশ, টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীব প্রমুখ। সভায় কর্মরত সাংবাদিকদের সোমবারের প্রতিবাদ কর্মসূচি সফল করার আহবান জানান বক্তারা।

গত বৃহস্পতিবার (১০ আগস্ট) জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক বেশ কয়েকটি টেলিভিশনের ক্যামেরা পারসনদের সঙ্গে দুর্ব্যবহার করে সম্মেলন কক্ষ থেকে বের করে দিয়েছেন বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৭

আইএসএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।