ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়িতে স্কুলের দেয়াল ধসে ৪ ছাত্রী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
ফটিকছড়িতে স্কুলের দেয়াল ধসে ৪ ছাত্রী আহত

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার রসুলপুর উচ্চ বিদ্যালয়ের দেওয়াল ধসে ৪ ছাত্রী আহত হয়েছে। তাদের রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- সপ্তম শ্রেণির ছাত্রী নিলুফা আকতার, নাসরিন আকতার, হোসনেরা বেগম ও হাজারা আকতার। এরমধ্যে নিলুফা আকতারের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক।

তিনি বাংলানিউজকে বলেন, স্কুলের পুরনো জরাজীর্ণ ভবনটি এখন পুরোটাই ব্যবহার অনুপযোগী হয়ে যাবে।  ক্লাস কিভাবে নেব বুঝতে পারছি না।

পড়া-লেখার মান ও পাশের হারে এগিয়ে থাকলেও বিদ্যালয়টি এখনো এমপিওভুক্ত হয়নি জানিয়ে তিনি বলেন, দীর্ঘদিন ধরে সরকারি অনুদান না পাওয়ার বিদ্যালয়ে কোন ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। ফলে জরাজীর্ণ ভবনেই ক্লাস নিতে হচ্ছে।  

খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু হাসনাত মুহাম্মদ শহিদুল হক ও স্থানীয় বাগান বাজার ইউপি চেয়ারম্যান রুস্তম আলী।

বাংলাদেশ সময়: ২০০০ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭

এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।