[x]
[x]
ঢাকা, শনিবার, ৬ শ্রাবণ ১৪২৫, ২১ জুলাই ২০১৮

bangla news

টানা বৃষ্টি, ভোগান্তিতে মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭-০৮-১২ ৬:৫৬:১৯ পিএম
টানা বৃষ্টি, ভোগান্তিতে মানুষ। ছবি উজ্জ্বল ধর/বাংলানিউজ

টানা বৃষ্টি, ভোগান্তিতে মানুষ। ছবি উজ্জ্বল ধর/বাংলানিউজ

চট্টগ্রাম: দুই সপ্তাহের কড়া রোদের পর আবার শুরু হয়েছে বৃষ্টির শাসন। বর্ষা মৌসুম স্বাভাবিকভাবে বৃষ্টি তো থাকবেই। তবে বৃষ্টিতে শহরের নিম্মাঞ্চলে পানি ওঠে যাওয়ায় মানুষের জীবনে দ্বিগুণ ভোগান্তি হয়ে আসে এই বৃষ্টি।

আগের কয়েকদিন বৃষ্টি আসা যাওয়ার মধ্যে থাকলেও শুক্রবার থেকে টানা বৃষ্টি পড়ে যাচ্ছে। ফলে শনিবার সকালে অফিসে যাওয়া মানুষজন আর, স্কুল-কলেজে যাওয়া শিক্ষার্থীরা পড়েন ভোগন্তিতে। দিন শেষ হলেও সেই ভোগান্তি কমেনি। ফলে অফিস ফেরত মানুষজনকে বৃষ্টি ভোগান্তি নিয়েই ফিরতে হয়েছে ঘরে।

এদিকে চট্টগ্রামের আবহাওয়া অফিস জানিয়েছে বৃষ্টি পড়তে পারে আরও বেশ কয়েকদিন।

চট্টগ্রাম আবহাওয়া অফিসের ডিউটি অ্যাসিটট্যান্ট সৈয়দা মিলি পারভিন বাংলানিউজকে বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ছয়টা থেকে শনিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত ২২০ দশমিক ৪ মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও কয়েকদিন বৃষ্টি হতে পারে।’

টানা বৃষ্টি, ভোগান্তিতে মানুষ

তবে এবার বৃষ্টিপাতে শহরের সব অঞ্চল তলিয়ে যায়নি। শুধু নিম্মাঞ্চলে কিছুটা তলিয়ে গেছে। ফলে আগের মতো ভোগান্তি পোহাতে হয়নি মানুষজনের।

শনিবার সকালে কয়েকজন মানুষের সঙ্গে কথা হলে তারা ভোগান্তির কথা জানান।

তাদেরই একজন গৃহবধূ হালিমা বেগম। তিনি বলেন, ‘বৃষ্টির কারণে বাচ্চাদের স্কুলে নিতে বেশ কষ্ট হয়েছে।বৃষ্টির কারণে তাদের কাপড়চোপড় ভিজে যাওয়ায় অসুখ হতে পারে বলে ভয়ে আছি।’টানা বৃষ্টি, ভোগান্তিতে মানুষ

তেমনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা মুজিবুল করিম বলেন, ‘বৃষ্টির কারণে ভোগান্তি পোহাতে হয়েছে। বৃষ্টি হলে গাড়ি সহজে পাওয়া যায় না। গাড়ি পাওয়া গেলেও কোন না কোনভাবে কাপড়চোপড় ভিজে যায়। ভেজা কাপড় নিয়ে অফিসে যাওয়া অনেক ভোগান্তির।তবুও ভালো পানি কোমর সমান ওঠে যায়নি। হাটু সমান পানি ওঠেছে আজ।’

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭

টিএইচ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa